জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার মানুষের কল্যাণে কাজ করে। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ চলাকালে আওয়ামী লীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আজ আলোকিত। কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে। দেশে খাদ্যের কোনো অভাব নেই। বাংলাদেশের মানুষ আজ শান্তিতে আছে। ভূমিহীনদের নিজস্ব ঘর-বাড়ি দিয়েছে। বেকারত্ব অনেক কমে গেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যখাত, ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন রকমের ভাতা পাচ্ছেন দরিদ্র মানুষেরা। গ্রামের মানুষেরা এখন বিদ্যুতের আলোয় ব্যবসা বাণিজ্য শান্তিতে করতে পারছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে এসব উন্নয়ন মানুষ স্বপ্নেও ভাবেনি। তারা শুধু নিজেদেরই উন্নয়ন করেছে। লুটপাট করেছে। অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল