দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। তিনি জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এবারের নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে গাইবান্ধা-৫ আসনকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলবো। এলাকার মানুষ ভয় ছাড়াই মুক্ত ও স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোন সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার এমপি হবে জনতার।’
গণসংযোগকালে তিনি আরো বলেন, ‘ভালো মানুষের নির্লিপ্ততার কারণে রাজনীতি যখন দুর্নীতিবাজ, লুটেরা ও অসৎ লোকদের দখলে চলে যায় তখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আর এসব অপরাধ-অপরাজনীতি বন্ধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি এ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি।’
‘আমরা দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সাথে আছি। এটা আমার বাবার শিক্ষা’ উল্লেখ করে বুবলী বলেন, ‘আমার শক্তি সততা, মানবপ্রেম ও জনগণের সাথে অটুট সম্পৃক্ততা। তাই আশা করি সচেতন নাগরিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবেন।’
‘শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা আপ্রাণ কাজ করে যাব’ বলেও এসময় আশা ব্যক্ত করেন ফারজানা রাব্বী বুবলী। উল্লেখ্য, প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন বুবলী। গণসংযোগের সময় বিভিন্ন এলাকায় থেকে নেতাকর্মীরা এসে ‘স্বতঃস্ফূর্ত’ অংশগ্রহণ করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক