দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকাল ৯টায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। এ কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আফরেজুল হক টুটুল, সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, মোঃ মামুন সিবলী, রাজাপুর-কাঠালিয়ার সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছালেক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকারসহ আরো অনেকে। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০টি ভোট কেন্দ্রর বিভিন্ন ইউনিয়নের ৮৬৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এ প্রশিক্ষণের আয়োজন করে।
বিডি প্রতিদিন/এএ