আগামীকাল শনিবার বরিশাল যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সফরে তিনি বরিশাল জেলার ছয়টি আসনের প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
নির্বাচন কমিশনের সূচিতে উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলার সকল সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সকাল সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল