রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (৩০) হত্যা মামলায় অন্যতম আসামি মো. রেজাউল সরদার (৩৮)-কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল সরদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহেরচর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার মৃত কেরামত সরদারের ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রেজাউল সরদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। পুলিশ জানায়, ১৮ ডিসেম্বর রাতে তাকে গোয়ালন্দ থেকে গ্রেফতার করা হয়। পরদিন আসামিকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়।
আদালত আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রেজাউলের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া ইউনিয়নের অবস্থিত আসামির নিজ বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ২৩ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে ছাত্রলীগ নেতা সবুজকে বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ এপ্রিল সবুজের বাবা শামসুল আলম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক ও সবুজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার বলেন, সবুজ হত্যা মামলায় মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। দ্রুতই হত্যা মামলার পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল