বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ পথসভার মাধ্যমে ব্যাপক গণনংযোগ করেছেন। শুক্রবার মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন তিনি।
বিকালে গণসংযোগ ও পথসভা করেন তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এসময় নৌকার পক্ষে ভোট চেয়ে ৭ জানুয়ারি দেশে ভোট উৎসবে যোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
একই দিন (২২ ডিসেম্বর) বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট ষাটগুম্বুজ ইউনিয়নের হযরত খানজাহানের (রহ:) দরগা, মাজার শরীফের মোড় ও খানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকার পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা করে গণসংযোগ করেন।
বাগেরহাটের এই দুইটি সংসদীয় আসনে গণসংযোগকালে দলীয় প্রার্থীদের সাথে ছিলেন আওয়ামী নের্তৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/হিমেল