গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হিজলতলী এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর হবে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের হিজলতলী এলাকায় ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের পারিচয় পাওয়া যায়নি। পরনে হালকা গোলাপি ডোরাকাটা সেলোয়ার কামিজ ছিল।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সাব্বির রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ