মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থকদের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোটগুহের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরে আহত হয়েছেন চরকেওয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন (৫২)। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে মারধরের শিকার হন তার স্ত্রী রোজিনা বেগম ও তার শিশু কন্যা মাইশা ইসলাম।
আহত ফারুক হোসেন বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাই নৌকার পক্ষে নির্বাচনে প্রচার-প্রচারণা চালাচ্ছি বলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা আফজাল, গ্লাসি, সম্রাটসহ ১০/১২ জনের একটি দল আমার উপর অতর্কিত হামলা চালিয়ে নৌকার পক্ষে কাজ না করার হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি ও আমার পুরা পরিবার চরম আতঙ্কে রয়েছি।
মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বলেন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে, সেই বিরোধের ঘটনায় মারামারি হয়ে থাকতে পারে।
মুন্সীগঞ্জ সদর সার্কেল থান্দার খায়রুল হাসান বলেন, মারধরের ঘটনা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই