বগুড়ায় ৫ শতাধিক গরিব-দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। শুক্রবার রাত ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসন থেকে বরাবরই অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। শীতে দরিদ্র মানুষ যেন কষ্ট না পান, সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। বগুড়ার কোনো অসহায় মানুষ শীতে যেন কষ্ট না পান, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ নেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বরাদ্দ পেলে বিতরণ অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া ও বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু।
বিডি প্রতিদিন/এমআই