দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী আস্থাশীল। বাংলাদেশের জনগণ ও ভোট অবিচ্ছেদ্য। বার বার ভোট আসে আর জনগণ সুচিন্তিতভাবে ভোট প্রয়োগ করে যোগ্য নেতাদেরকে নির্বাচিত করে। সেজন্যই জনগণ প্রাণের আওয়ামী লীগকে বার বার নির্বাচিত করে দেশ পরিচালনা দায়িত্ব ভার প্রদান করেন।
তিনি বলেন, আমি যদি পূর্বে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের শান্তি, উন্নয়ন এবং অগ্রগতির জন্য কাজ করে থাকি তাহলে সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে এবং আমাকে ভোট দিবে। আমি জনগনের প্রত্যক্ষ ভোটে বিশ্বাসী। সারাজীবন জনগণের কল্যাণে কাজ করেছি।
আজ শনিবার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর, ভুরভুরিয়া এবং ছলিমাবাদ গ্রামের উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরুল ইলসাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মো: আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম.এস. রানা, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাবেক সভপতি জামাল হায়দার, ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাসুদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল