ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত তিনটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত ১১টা থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।
এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন