'ট্রাক মার্কায় ভোট দিলে জনগণ ভূমিদস্যদের হাত থেকে নিরাপদে থাকবে। সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে নিরাপদে থাকবে।'
রবিবার সকালে গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ রাজাবাড়ি ইউনিয়নে তার নির্বাচনি প্রচারণা সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত শুক্রবার মাওনা ইউনিয়নের আমার কয়েকটি প্রচারণা সভায় নৌকা সমর্থিত কিছু দুষ্কৃতিকারী লোকজন ভাঙচুর করেছে। এতে আমার কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। তিনি এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আগামী ৭ তারিখে ট্রাক প্রতীকে ভোট দিতে জনগণকে আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল