চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনেই বিরামহীন নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থিরা। আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি গোলাম রাব্বানী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান সকালে ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট, বটতরাহাট ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন এলাকায় প্রচারণা শুরু করেন।
অন্যদিকে বিএনএমের প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন সকালে শহরের পাঠানপাড়া ও গোয়ালপাড়া এলাকায় গণসংযোগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল