জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী, স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়েছে খুনি তারেক জিয়ার নেতৃত্বে। বিদেশে বসে তারেক জিয়ার নির্দেশে এখানে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এটা তার (তারেক জিয়া) নেতৃত্বে তাদের আমলে যে লুটপাট করা টাকা ও এই সকল পরিবারগুলোর মাধ্যমে এই টাকা ব্যয় করে এই অপচেষ্টা তারা করছে। কিন্তু আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেমন আমরা পদ্মা সেতু করেছি তেমন আমরা নির্বাচনও করবো। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন ,আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
রবিবার মাদারীপুর-১ (শিবচর) আসনে দক্ষিণ বহেরাতলায় নির্বাচনি জনসভা শেষে সাংবাদিকদের কাছে চিফ হুইপ এসব কথা বলেন। এদিন তিনি দক্ষিণ বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরো কয়কটি স্থানে জনসংযোগ পথসভা জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আঃ লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ