ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩শে ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার হবিরবাড়ী মিন্না মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকালে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সমর্থকরা জানায়, স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের ট্রাক মার্কার প্রচারণা কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পে তালা দিয়ে বাসায় চলে যান নেতাকর্মীরা। পরে রাত তিনটার দিকে জানতে পারেন তাদের ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানান তারা।
বিডি প্রতিদিন/হিমেল