দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বর্জন করলেন টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
রবিবার দুপুর দেড়টায় ঝাওয়াইল নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
কেন্দ্র দখল, কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, কর্মীদের মারধর এবং অভিযোগ দিয়েও প্রশাসনের নিকট থেকে কোনো প্রতিকার না পাওয়ায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, সারা দেশে রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিডি প্রতিদিন/এমআই