ঝালকাঠি সদর থানার একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. সায়েমকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বিআইপি কলোনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ডিবির একটি দল রবিবার গভীর রাতে ঝালকাঠি শহরের বিআইপি কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় বিস্ফোরক মামলার পলাতক আসামি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করে। সোমবার সকালে সদর থানায় সোপর্দ করা হলে তাকে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে ঝালকাঠি জেলা কারাগারে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত