শেরপুরে একটি কালো রঙের পাগলা কুকুর অন্তত অর্ধশত মানুষকে কামড়িয়েছে। সোমবার সকাল থেকে ওই কুকুরটি যাকে পাচ্ছে তাকেই আক্রমন করে কামড়ে দিচ্ছে। এ নিয়ে এলাকায় কুকুর আতংক বিরাজ করছে।
সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের শাল চুরা ও আশে পাশের গ্রামে ওই কুকুরের তাণ্ডব চলছে। এলাকার লোকজন কয়েকবার চেষ্টা করেও তীব্র গতির কুকুরটিকে ধরতে পারেনি। ক্ষ্যাপা ও পাগল ওই কুকুরের কামড়ে গ্রামের প্রায় অর্ধশত নারী-পুরুষ আহত হয়েছে। ভ্যাকসিন নিতে জেলা হাসপাতালে এসে আক্রান্তরা ভ্যাক্সিন পাচ্ছেন না অভিযোগ করেছেন। বাধ্য হয়েই বাইরে থেকে কিনে ভ্যাক্সিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকই।
জানা গেছে, আজ ভোর থেকে এলাকায় ওই ক্ষ্যাপা কুকুরের আবির্ভাব হয়। আগে কখনও কুকুরটি দেখা যায়নি।কুকুরটি কামড় দিয়েই প্রচন্ড গতিতে লোক চক্ষুর আড়ালে চলে যায়। আবার কাউকে কামড় দিয়ে লুকিয়ে পড়ে। আহতদের মধ্যে রোকেয়া ও বারেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, কুকুরটি ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। কুকুরটি ধরা না পড়া পর্যন্ত শিশুদের সাবধানে রাখতে বলা হয়েছে। সকল আক্রান্তদের ভ্যাক্সিনের আওতায় আনতে খোঁজ নেওয়া হচ্ছে।
হাসপাতালে আপাতত ভ্যাক্সিন সরবরাহ নেই স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল