''বিজ্ঞান ও প্রযুক্ত, উদ্ভাবনেই সমৃদ্ধি''এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা হলরুমে সোমবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অনিন্দ্য গুহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
আগামী ২৪ও২৫ জানুয়ারি দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে কালিয়াকৈর উপজেলা চত্তরে। এ প্রস্তুতি সভায় সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
বিডি প্রতিদিন/এএম