দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে খুন হওয়া গ্রাম পুলিশ সদস্য রনজিত কুমার দে (৫১)-এর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বালিয়াকান্দি-মধুখালী সড়কের আড়কান্দি এলাকায় সচেতন নাগরিকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক সদস্য রতন কুমার দের সভাপতিত্বে মানববন্ধনে চর-আড়কান্দি গ্রামের বাসিন্দা জালাল শেখ, গ্রাম পুলিশ রিট বাস্তাবায়ন কমিটির সভাপতি মো. উজ্জল খান, আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি অলোক ঘোষ, কৃষক ছাত্তার শেখ, কালাচাঁদ দাস, সাংবাদিক সনজিত কুমার দাস সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ উৎঘাটনের চেষ্টাসহ আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন