ভোলায় বহুল আলোচিত চাকরিচ্যুত অধ্যক্ষ মোহাম্মদ নিজাম উদ্দিনকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ভোলা চিফ জ্যুডিশিয়াল জজ আদালত নিজাম উদ্দিন এর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ নিজাম উদ্দিনের বিরুদ্ধে কলেজের ক্লাশরুম রূপালী ব্যাংক ইলিশা শাখার কাছে ভাড়া দিয়ে জামানতের দুই লাখ ১৬০০ টাকা এবং মাসিক ভাড়া ১১ হাজার দুইশত টাকা হারে সর্বমোট চার লাখ ৭৮ হাজার ৭৬০ টাকা আত্মসাৎ এর অভিযোগে কলেজের বর্তমান অধ্যক্ষ মোজহারুল ইসলাম মামলা করেন।
বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট কাজল ভদ্র জানান, ভোলার চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নম্বর সিআর ৭২৪/২৩। ওই মামলায় সিআইডি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আজ সোমবার আসামি মোহাম্মদ নিজাম উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল