জয়পুরহাটে তীব্র শীতের কারণে আরও দুইদিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়াতে ২৩ ও ২৪ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তাপমাত্রা যদি এমন থাকে তবে আবারও নতুন করে ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলার ১৫৬টি উচ্চ বিদ্যালয়, ১১২টি মাদরাসা, ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকবে।
নওগাঁর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল ৯টায় জয়পুরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত