টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-উত্তরবঙ্গ রেল লাইনের উপজেলার আনালিয়াবাড়ীর রেল ব্রিজের কাছ থেকে ফখরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। নিহত ফখরুল ইসলাম (২০) লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহত খন্দকার আবুল কালাম (৪২) দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম