সমুদ্র কন্যা পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকার প্রত্যন্ত চরাঞ্চলের অসহায় দরিদ্ররা তীব্র শীতে কুকড়ে থাকে। আর এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলার চর বোরহান ও গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি বসুন্ধরা শুভসংঘ স্কুল এলাকায় এক হাজার অসহায় দরিদ্রদের মধ্যে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল বিতরণ করা হয়।
চরবোরহানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
এ সময় এসএম শাহজাদা বলেন, উপকূলীয় দশমিনা ও গলাচিপা এলাকায় বসুন্ধরা গ্রুপের সহায়তা আমাদেরকে ঋণী করে দিয়েছে। আমরা চাইব বসুন্ধরা গ্রুপ এ এলাকার মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলার নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা প্রমুখ।