গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন নিহত হয়েছে। নিহত হলেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শাহজাদপুর এলাকার মানিক মিয়ার ছেলে সাব্বির হোসেন (৩৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বোর্ডঘর এলাকায় মঙ্গলবার সকালে ইটভর্তি একটি ট্রাক ইউটার্ন নিতে গেলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন মারা যান এবং লিটন হোসেন মারাত্মক আহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পেয়ে ঘটনাস্থল থেকে নিহত সাব্বির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ