শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটায় চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতরা শরীয়তপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও ঢাকায় চিকিৎসাধীন।
বুধবার (২৭ মার্চ) শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়নে দক্ষিন মাথাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফজলুলহক কাউছার মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান বলেন, পরাজয় মেনে নিতে না পেরে আমার সমর্থক দক্ষিন মাথাভাঙ্গা নজরুল ইসলাম খানের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে। এতে আমাদের প্রায় ৩০ জন লোক আহত হয়েছে। তারা বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন যায়গায় মিটিং করে আসছিল।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক কাউছার মোল্ল্যা বলেন, নির্বাচনের বিষয় নিয়ে কোনও বিরোধ হয়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুররহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচিকাটায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আনুমানিক ৩০ জনের মতো আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ