১ এপ্রিল, ২০২৪ ২০:৫৭

রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৩টি প্রতিষ্ঠাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে সদর উপজেলার কোলারহাট বাজারে চাচা-ভাজিতা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, মিস্টিমুখ এন্ড ফাস্টফুডকে ২ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে মেসার্স ঘোষ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কোলারহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকারের বিষয়টি তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর