রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভাতিজা আব্দুল হাই'র লাঠির আঘাতে চাচা আতিয়ার রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি আব্দুল হাই পলাতক রয়েছেন। আব্দুল হাই নিহতের ভাই উকবার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতিয়ার রহমান তার নিজ জমিতে ঘাস কাটছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজা আব্দুল হাই বাশের লাঠি দিয়ে চাচা আতিয়ার রহমানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত্য ঘোষণা করেন।
তারাগঞ্জ থানার ওসি সিদ্দিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ভাতিজা আব্দুল হাই পলাতক রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এএম