দিনাজপুরে ইজিবাইকে যাত্রী সেজে মাদক সরবরাহের চেষ্টাকালে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে চিরিরবন্দর উপজেলার কুতুবডাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করে তাকে। আটক সাদ্দাম হোসেন (৩৬) দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপির দানিহারী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
সাদ্দাম হোসেন সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পাইকারি দরে স্থানীয় মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। ডিএনসি টিমও সে লক্ষ্যে অভিযান জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় মাদক কারবারি সাদ্দামকে ফেনসিডিলসহ আটক করা হয়। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার এসময় আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম