নাটোরে বারুণী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ভোর থেকে এ গঙ্গাস্নান শুরু হয়। প্রায় ২৫০শ বছর ধরে দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পুণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বাকশোর ঘাটে ভিড় জমাতে থাকেন। অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিশ্বাস করেন। তাই বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও রাতে আয়োজন করা হয় কালী পূজার।
এ দিনটিকে ঘিরে বাকশোর ঘাট এলাকা জুড়ে রকমারি পসরা নিয়ে বসেছে মেলা। দূর-দূরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্ন্যাসীরা। মেলার আয়োজক অমল কুমার শীল ও অন্যরা জানান, বছরের এই সময় প্রতিবছরই এ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এখানে নানা এলাকা থেকে পূণ্যার্থীরা এসে সমবেত হন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনরা আসেন।
বিডি প্রতিদিন/এএ