চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে নেমে আজিজুল (১২) ও সিহাব (১১) নামে দুই শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর ২টার দিকে জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ নামক স্থানে মহানন্দা নদীতে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বজরাটেক মুন্সিগঞ্জ নামক স্থানে মহানন্দা নদীতে গোসল করতে নামে ৪শিশু। এসময় সাঁতার না জানায় তারা ডুবে গেলে স্থানীয়রা ২ শিশুকে তাৎক্ষনিক উদ্ধার করলেও প্রায় আধা ঘন্টা পর আজিজুল ও সিহাবকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম