গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান। নিহত রায়হান মিয়া গাটু উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
হাইওয়ে থানার ওসি ও স্থানীয়রা জানায়, সকাল সোয়া ১১টার দিকে রায়হান অটোরিকশা চালিয়ে হাইওয়ে থানার দিকে আসতেছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান ঘটনা স্থলে নিহত হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি অটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়েছে।
বিডি প্রতিদিন/এএ