জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের সকল অসহায় ও দুস্থ মানুষরা সহযোগিতা পায়। শেখ হাসিনা জনগণের জন্যই কাজ করছেন বলেই বার বার ক্ষমতায় থাকছেন। বিএনপি-জামায়াত সরকার দেশকে তলাবিহীন ঝুড়ির দেশে পরিণত করেছিল। ওই সময় দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল দেশ।
আজ সোমবার চেহেলগাজী ইউনিয়ন ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অসহায় ও দুস্থ প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ'র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন, শেখ হাসিনা উন্নয়ন করছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনও মানুষ কষ্টে থাকবে না। না খেয়ে থাকবে না। বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত, কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতসহ ১৩৪ রকমের ভাতা দিয়ে আসছেন। আগামীতে সকল ধরনের ভাতার সহযোগিতা বাড়ানো হবে। কোনও দরিদ্র মানুষ শেখ হাসিনার সহযোগিতা থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য নেতাকর্মীসহ চেয়ারম্যানদের খোঁজ খবর রাখার আহ্বান জানান তিনি।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম, চেহেলগাজী ইউপি চেয়ারম্যান মো. জর্জিস সোহেল, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কাসেম আলী, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাকির হোসেন, সাধারন সম্পাদক শাহ মো. কাবুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ