ঈদের নামাজ চলাকালীন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ীদের ঈদ আনন্দ। বৃহস্পতিবার সকালে জাজিরার মাঝিরঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ থেকে ২০টি দোকান আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পৌনে ৮টার সময় জনৈক ইউনুস খার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে গিয়ে প্রায় ১৫-২০টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের শরীয়তপুর জেলা ইন্সপেক্টর শংকর ঘটনাস্থল থেকে জানান, আমরা খবর পেয়ে সাথে-সাথেই ঘটনাস্থলে এসে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত হিসাব করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম