প্রচণ্ড গরমে কদর বেড়েছে প্রাকৃতিক পানীয় ডাবের। আগে হাতে গোনা কয়েকজন ডাব বিক্রি করলেও চাহিদা বাড়ায় বর্তমানে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিক্রি বেড়েছে।
আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শহরের বাসস্টান্ডের ডাব ব্যবসায়ী মজনু মিয়া বলেন, আমি মিনিবাস চালক। গরমের কারণে গাড়ি চালানো ছেড়ে দিয়ে ডাব বিক্রি শুরু করছি। আগে কয়েকজন ডাব বিক্রি করতো এখন অনেকেইে এই পেশায় নেমেছে। আর বিক্রিও বেড়েছে। গরমের কারণে মানুষ দামের বিষয়টা চিন্তা না করেই কিনে খাচ্ছে।
তিনি আরও বলেন, প্রকার ভেদে একটি ডাব ৮০ টাকা থেকে ১০০ টাকা কেনা হয়। আমরা একটি ডাব ১০০ থেকে ১২০-১৩০ টাকা বিক্রি করি। দাম বেশি হওয়ায় বিক্রি কিছুটা কম হচ্ছে। এছাড়া ভ্যাপসা গরমে লোকজন বাহিরে কম আসছে। ডাব ছাড়াও শরবত, আইসক্রিম ও ফ্রিজের ঠান্ডা পানি বেশি বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত