রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা জানান, নদীতে এক সঙ্গে সাতজন গোসল করছিল। এদের মধ্যে হঠাৎ একজন ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন ডুবে যায়। তিনজনের নিখোঁজ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালানো হয়। প্রায় দেড় ঘণ্টা পর তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল