২৬ মে, ২০২৪ ১৪:৩৯

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

বরগুনা প্রতিনিধি

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারে পানির চাপ বৃদ্ধি পেয়ে বরগুনার বদরখালী ইউনিয়নের কুমড়াখলী গ্রামে পাউবো'র বেড়িবাঁধ উপচে পানি ঢুকে বসতবাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

আমতলি উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশর বুনিয়া গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি প্লাবিত হয়েছে।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিন্ত করেছেন। 

আজ রবিবার জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধের বাইরে অবস্থিত নিম্নাঞ্চলের বসতবাড়ি জেয়ারের পানিতে প্লাবি হচ্ছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর