২৭ মে, ২০২৪ ১৯:০১

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. লিমন ও মো. তাহেরুল ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচতো ভাই। সোমবার বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। 

মো. লিমন(৩) বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরা টঙ্গী গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং এবং মো. তাহিরুল ইসলাম(৩) একই গ্রামের মোঃ দুলাল ইসলামের ছেলে।
প্রতিবেশী মোঃ শফিকুল ইসলাম জানান, বিকেলে বাড়ির পাশে পুকুরের ধারে বসে খেলছিল দুই শিশু মোঃ লেমন এবং মোঃ তাহেরুল ইসলাম। খেলার একপর্যায়ে সকলের অগোচরে তারা পুকুরে নামলে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখলে পরিবারের লোকজনকে সংবাদ দেয়। পরিবারের লোকজন এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বীরগঞ্জের মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর