বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর রহমান হাজরা (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সকালে কচুয়া উপজেলার টেংরাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান হাজরা উপজেলার টেংরাখালী গ্রামের মাসুদুর রহমান হাজরার ছেলে।
ঘটনার পর অভিযুক্ত দুই ফুফাতো ভাই মো. সাব্বির (২৯) ও মো. বায়েজিদকে (২২) আটক করেছে পুলিশ। সাব্বির ও বায়েজিদ একই গ্রামের এমদাদ শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন এতথ্য নিশ্চিত করে জানায়, মামা বাড়ির সম্পত্তি নিয়ে ফুফাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছিল মশিউরদের। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মশিউরকে ছুরিকাঘাত করে দুই ফুফাতো ভাই। পরে স্থানীয়রা মশিউরকে উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত দুই ফুফাতো ভাইকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম