পটুয়াখালীর দুমকিতে মাদক সম্রাট শফিক খানকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়ক থেকে শফিকুল ইসলাম খানকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত দিনে শফিক খানের নামে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে নিন্দা ও ক্ষোভের জন্ম হয়।
একাধিক সূত্র জানায়, শুধু সেবন না তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ আছে। দুমকি থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ সফির উর রহমান বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। সকালে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ