ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান মন্ডল ওরফে শাহজাহান ফকির (৬৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলের মাঠ নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ফকির মান্দারবাড়িয়া গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শাহজাহান মারফতি বা ফকির বাউল মতাদর্শে বিশ্বাসী ছিলেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকান্ডের বিষয়ে তদন্তে স্বার্থে এখন কিছুই বলতে পারছি না। পরে আপনাদের বিস্তারিত বলা হবে।
বিডি প্রতিদিন/এএম