১১ জুন, ২০২৪ ১৭:৪২

ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা এনাম কারাগারে

ফেনী প্রতিনিধি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদল
নেতা এনাম কারাগারে

খন্দকার এনামুল হক এনাম

ঢাকা মহানগর দক্ষিন যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি ঢাকা জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। খন্দকার এনামুল হক এনাম ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বশিকপুর গ্রামের সন্তান।

জানা গেছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এনামের বিরুদ্ধে সর্বমোট ৩২৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর  মধ্যে পল্টন থানার দায়েরকৃত চার মামলায় তার ১২ বছরের সাজা দেয়া হয়। খন্দকার এনাম ৩২৬ মামলার মধ্যে ২৪৪টি মামলায় জামিনে আছেন। ৭৮টি মামলায় তার বিরুদ্ধ ওয়ারেন্ট রয়েছে। 

সম্প্রতি তার বিরুদ্ধে ২১টি মামলা হয়েছে। নতুন সবগুলো মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর