নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত থানায় হামলা চালিয়ে লুটপাট করে বলে জানা গেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমরা নিরাপদে থানা থেকে বের হয়ে অন্য স্থানে আছি।
থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হঠাৎ একদল দুর্বৃত্ত এসে হামলা করে। হামলার পর থানার আসবারপত্র, কম্পিউটার, চেরায় টেবিলসহ অনেক মালামাল লুট করে নিয়ে যান।এদিকে থানা ছাড়াও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে হামলা চালানোর খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এএ