সারা দেশে দৃর্বৃত্তদের দ্বারা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভিন্নধর্মাবলম্বীদের উপাশনালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত ভাবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে শহরের চৌরঙ্গী এলাকায় শহীদ মিনারের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামের সামনে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ। শহর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশ সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/এএম