৮ আগস্ট, ২০২৪ ০৯:৩৮

স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ বিমানবন্দরে আটক

অনলাইন ডেস্ক

স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ বিমানবন্দরে আটক

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

বুধবার সন্ধ্যায় ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান আজিজ।

তিনি মাথা ও শরীরে আঘাত পেয়ে নগরের মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তিনদিন চিকিৎসা নেওয়ার পর সৌদি আরবে যাওয়ার চেষ্টায় ছিলেন। সৌদি আরবের ফ্লাইটের অপেক্ষায় থাকা অবস্থায় নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর