টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক ব্যবসায়ী ও চাদাবাজ, জুয়াড়ি, সরকারি অর্থ আত্মসাৎকারী মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে শান্ত প্রিয় এলাকাবাসী ও ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময় লাউহাটী বাজারে পিয়াজু বিক্রি করতো মান্নান, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চাঁদাবাজি, জুয়া ও মাদক বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয় মান্নান। মানববন্ধনে বক্তারা মান্নাদের দ্রুত বিচারের দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগি আব্দুল মান্নান মিয়া, মিরুজ্জামান মনির, লিটন, আমিনুর রহমান, জাহাঙ্গির আলম।
বিডি প্রতিদিন/এএ