পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. জাফর খান আর নেই। আজ শুক্রবার দুপুর সোয়া ১টার সময় বরিশালের মমতা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। জাফর খান ২ কন্যা ও ১ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা আজ রাত ৯টায় চরপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পৌর মুসলিম গোরস্থানে দাফন করা হবে। এর আগে পটুয়াখালী পেসক্লাবের সামনে সভাপতি জাফর খান এর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন তার সহকর্মী সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/হিমেল