গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং অটোরিকশা নিয়ে অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামে এক চালক নিহত হয়েছে। নিহত অটোরিকশা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। শুক্রবার দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শহিদুল্লাহ হিরু জানান, অটো চালক সানি অটোরিকশা যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে থাকা অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করছিলো। একই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই ক্রসিং অতিক্রম করছিল। ওই সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে গেলেও অটো চালক সানি রেল ক্রসিং থেকে অটোরিকশা সরানোর চেষ্টা করছিল। এমন সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সানি নিহত হন। এ সময় অটোরিকশাটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএ