বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার জন্মদিন, সুস্থতা কামনা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিতার কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাগেরহাট জেলা বিএনপি। শুক্রবার বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বেগম খালেদা জিয়ার জন্মদিন, সুস্থতা কামনাসহ গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেনসহ অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ এসকেন্দার হোসেন, শেখ শমশের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, সরদার লিয়াকত আলীসহ বিএনপি ও তার অংঙ্গ-সহযেগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী।
পরে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা কামনা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নিহতদের রূহের মাগফিতার কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল