বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও ২ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার আগস্ট বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ নং বিজিবির আওতাধীন ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির জওয়ানরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন ফুটের ঝিরি এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। সেখান থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ও ২ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে বিজিবি জওয়ানরা
বিডি প্রতিদিন/নাজমুল